Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষে জাপান-সিঙ্গাপুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


টানা দ্বিতীয়বারের মতো বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের যোগ্যতা যৌথভাবে অর্জন করেছে জাপান। সেরা স্থানে জাপানের সঙ্গে আছে সিঙ্গাপুরও। এই দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ১৮৯ দেশে ভ্রমণ করতে পারেন। তাই এটিকে বলা হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। 

তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে আছে ডেনমার্ক, ইতালি ও লুক্সেমবার্গ। চার নম্বরে ফ্রান্স, স্পেন ও সুইডেন। চার নম্বরে আছে অস্ট্রিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ড। 

অনেক সময় পাসপোর্টের কারণে অনেক দেশের নাগরিকরা তাদের পছন্দের দেশে ভ্রমণ করতে পারেন না। মঙ্গলবার লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনারস’ এ তালিকা প্রকাশ করে।

সূচকে বাংলাদেশ রয়েছে ১০১ নম্বর অবস্থানে। আর সর্বশেষ অবস্থানে দেখা গেছে আফগানিস্তানকে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। 

Bootstrap Image Preview