Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাফিজ সাঈদের বিরুদ্ধে পাকিস্তানের মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ১১:০৯ AM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ১১:০৯ AM

bdmorning Image Preview


নিষিদ্ধ সংগঠন জামাতুদ্দো দাওয়ার নেতা হাফিজ সাঈদসহ মোট ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসীদের অর্থ দিয়ে সাহায্য করার অভিযোগে মামলা করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানিয়েছে, জামাত-উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে ২৩টি এবং ১২ ঘনিষ্ঠের বিরুদ্ধে পাঁচটি ট্রাস্টকে সন্ত্রাসে অর্থ জোগাতে তহবিল বাড়ানোয় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দুই ডজন মামলা করা হয়েছে অভিযুক্তদের নামে। এই হাফিজকে ২৬/১১ মুম্বাই হামলার মূল হোতা মনে করে ভারত।

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রাস্ট তৈরির মাধ্যমে সন্ত্রাসে অর্থ জোগানোয় জামাত উদ দাওয়া, লস্কর-ই-তৈয়বা, এফআইএ এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। হাফিজ সঈদ এবং জামাত উদ দাওয়ার অন্যান্য নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ জোগানোয় মামলায় দায়ের করা হয়েছে। এই অপরাধে তাদের সন্ত্রাসবিরোধী আদালতে তোলা হবে।’

Bootstrap Image Preview