Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত:রবীন্দ্র জাদেজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


লিগ পর্ব থেকেই এবারের বিশ্বকাপ শেষ করতে হচ্ছে বাংলাদেশকে। তারপরও এখন পর্যন্ত বাংলাদেশের পারফরমেন্স মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। আগের ম্যাচগুলোতেও বাংলাদেশকে নিয়ে প্রশংসা ছিলো আকাশ-ছোঁয়া। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবার পরও বাংলাদেশকে নিয়ে প্রশংসা আকাশ ছোঁয়াই আছে।

ভারতের কাছে হারে বিশ্বকাপ শেষ হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছেন সাবেক খেলোয়াড়রা ও ক্রিকেট প্রেমিরা।

ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা টুইট করেছেন, ‘পাকিস্তানের চাইতে ভালো লড়াই করেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত।’

শুধু জাদেজাই নয়, টাইগারদের খেলা দেখে মুগ্ধ হয়েছে সবাই। আরো অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে টাইগার প্রশংসা করেছেন,

পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আকতার লিখেন, ‘ভারত তাদের সেরা খেলায় ফিরেছে। পুরো আসরেই হৃদয় ও প্রচেষ্টা দিয়ে ক্রিকেট খেলেছে বাংলাদেশ।’

ভারতের একসময়কার বাঁ-হাতি পেসার ইরফান পাঠান বলেন, ‘দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তাদের জন্য শুভ কামনা।’

ভারতের ধারাভাষ্যকার হার্সা ভোগলে টুইট করেন, ‘বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের স্পিট ধরে রেখেছিলো। শেষ উইকেট পর্যন্ত লড়াই করেছে।’

বার্মিংহামের ম্যাচ শেষে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুইট করে, ‘ভারত সেমিফাইনালে। তবে সাইফউদ্দিন বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন। বুমরাহর বোলিং-এ জিতলো ভারত।’

Bootstrap Image Preview