বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসান বিশ্বকাপের এক আসরে পাঁচশ’র বেশী রান ও দশ উইকেট শিকার করেছেন।
মঙ্গলবার এজবাস্টনে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ম্যাচে ৬৬ রান সংগ্রহের মাধ্যমে ৫০০ রানের মাইলফলক অতিক্রম করেন সাকিব। এই নিয়ে সাত ইনিংস থেকে তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪২ রান।
এ ইনিংসের মাধ্যমে আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে পৌঁছে যান বাংলাদেশী অল রাউন্ডার। দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ভর করে এই সংগ্রহ দাঁড় করিয়েছেন সাকিব।
এই তালিকায় বর্তমানে ২রান বেশী নিয়ে তার উপরে রয়েছেন শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। আসরে ৩৪.৯ স্ট্রাইক রেটে ১১টি উইকেট তুলে নিয়েছেন সাকিব।
বিশ্বকাপে এক আসরে পাঁচশ’র বেশি রান করা খেলোয়াড় তালিকা:
শচিন টেন্ডুলকার-৬৭৩(২০০৩)
ম্যাথু হেইডেন-৬৫৯(২০০৭)
মাহেলা জয়াবর্ধনে ৫৪৮(২০০৭)
মার্টিন গাপটিল ৫৪৭(২০১৫)
কুমার সাঙ্গাকারা ৫৪১(২০১৫)
রিকি পন্টিং-৫৩৯(২০০৭)
শচিন টেন্ডুলকার-৫০০(২০১১)
রোহিত শর্মা-৫৪৪*(২০১৯)
সাকিব আল হাসান-৫৪২*(২০১৯)
ডেভিড ওয়ার্নার-৫১৬*(২০১৯)
এ্যারন ফিঞ্চ-৫০৪*(২০১৯)