আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসরে খুলনা টাইটান্সের সাথে চুক্তি করেছে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।
২০১২ সালে প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছিলেন তাহির। সেবার তিনি ছিলেন টুর্নামেন্টের প্রাক্তন দল দুরন্ত রাজশাহীতে। সবশেষ আসরে (ষষ্ঠ) ছিলেন সিলেট সিক্সার্সে। এবারের বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। টানা হারে বিদায় নিয়েছে সেমিফাইনালের আগেই। তবে বল উজ্জ্বল ছিলেন ৪০ বছর বয়সী এই লেগ স্পিনার। চলতি বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট।
টি-২০ ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ ও সফল ক্রিকেটার তিনি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ সহ সব ধরণের টি-টোয়েন্টি খেলেছেন ২৪৯ টি। সেখানে ২০.৫৮ গড়ে ৩০৩ উইকেট নিয়েছেন এই তাহির। আইপিএলে খেলেছেন ৫৫ ম্যাচ। উইকেট পেয়েছেন ৭৯ টি। টি-২০ ক্রিকেটে তার ইনিংস সেরা বোলিং ফিগার ২৩ রান খরচে ৫ উইকেট।
উল্লেখ্য, এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠান হবে ৪ ডিসেম্বর। আর প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।