সেমিফাইনালে উঠার লড়াইয়ে টাইগারদের বিপক্ষে 'অবিশ্বাস্য' কিছু করতে হবে পাকিস্তানকে। তার পরেও সেমিতে যাওয়ার 'দিবাস্বপ্ন' দেখছেন পাক অপেনার ইমাম- উল-হক।
বাংলাদেশের বিপক্ষে জয়ের প্রসঙ্গে ইমাম বলেন, ‘সেমিফাইনালে না ওঠার ব্যাপারে কিছু ভাবছিই না আমরা। আমাদের ভাবনায় এখন নিজেদের উজাড় করে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার বিষয়টি। আর সেজন্য খেলতে হবে ইতিবাচক ক্রিকেট। বড় জয় ছাড়া শেষ চারে যাওয়া যাবে না। তাই হার-জিত নিয়ে না ভেবে শুরু থেকেই দাপটের সাথে খেলতে হবে আমাদের।’
এদিকে নিউজিল্যান্ডের ৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট, নেট রানরেট +০.১৭৫। অন্যদিকে ৮ ম্যাচ খেলে পাকিস্তানের ঝুলিতে রয়েছে ৯ পয়েন্ট, নেট রানরেট -০.৭৯২!
এমন সমীকরণে বাংলাদেশকে বিশ্বরেকর্ড গড়ে হারানো লাগবে পাকিস্তানের।
সোজা কথা শুক্রবারের ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করতে যদি ৩৫০ রান করে, তাহলে তাদের বাংলাদেশকে অলআউট করতে হবে ৩৯ রানে। তারা আগে ব্যাট করে ৪০০ রান করলে টাইগারদের থামাতে হবে ৮৪ রানে।
আর যদি বিশ্বকাপের রেকর্ড গড়ে ৪৫০ রান করতে সক্ষম হয় পাকিস্তান, সেক্ষেত্রে ১২৯ রানে অলআউট করলেও সেমিতে যেতে পারবে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।