Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারী বর্ষণে জাপানে বন্যা, ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০১:৪১ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview


প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমি ধসের আশংকায় জাপানের কিউসু দ্বীপের প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

এছাড়া কাগোসিমা  ও মিয়াজাকি প্রদেশের বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।

প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে কাগোসিমা রাজ্যের এক বয়স্ক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিস।

প্রবল বন্যা ও ভূমিধস থেকে রক্ষা পেতে ‘নিজেদের জানমালের নিরাপত্তায়’ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

গভর্নর সাতোশি মিতাজনো জানিয়েছেন, কাগোসিমা রাজ্যে থেকে জাপানের সেলফ ডিফেন্স ফোর্সকে ওই অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারি বর্ষণের কারণে কাগোসিমা শহর, কিরিসিমা ও আইরা অঞ্চলের সব মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। এছাড়া ওই দ্বীপের দক্ষিণাঞ্চলের বাকি ৯ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদে অবস্থান নিতে বলা হয়েছে।

তবে দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এসেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত মাত্র ৪ হাজার মানুষ নিরাপদে সরে গেছে।

Bootstrap Image Preview