Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে শিশুসহ ৩ লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- জেলার জামালগঞ্জ উপজেলার রুপাবালী গ্রামের সোহেল মিয়ার শিশুকন্যা ইমা বেগম (৬), ধর্মপাশার বাবুপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (৫), একই উপজেলার অজ্ঞাত পরিচয়ে এক তরুণ।

বৃহস্পতিবার জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম জানান, স্কুল ছুটি শেষে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে উপজেলার রূপাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে বুধবার দুপুরে অটোরিকশাচাপায় প্রথম শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার ইমা নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, উপজেলার কান্দাপাড়া গ্রামের সেতুসংলগ্ন ধারাম হাওর থেকে বুধবার দুপুরে এক অজ্ঞাতনামা তরুণের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

একই দিন উপজেলার বাবুপুর গ্রামের সামনে প্রবহমান বৌলাই নদী থেকে ভাসমান অবস্থায় মাজহারুল ইসলাম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেন গ্রামবাসী।

নিহতের বাবা রুবেল মিয়া জানান, উপজেলার বাবুপুর গ্রামে নিজ বাড়ির আঙিনায় শিশু মাজহারুল দুপুরে খেলা করছিল। পরিবারের সবার অলক্ষ্যে সে বাড়ির সামনে বয়েচলা বৌলাই নদীর ঢলের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

Bootstrap Image Preview