Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যাটিংয়ের সময় বাংলাদেশ দলকে টয়লেটে আটকে রাখা যেতে পারে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


এক কথায় বলা যায় সেমিফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তান নির্মম পরিস্থিতির মুখোমুখি। যা টপকানো খুবিই  'কষ্ট' কর। অসম্ভবও বলা যেতে পারে।   

সরফরাজদের এমন পরিস্থিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেকেরই হাস্যরসের খোরাক।ক্রিকেটপ্রেমীরা নানা রকম রসিকতার ছলে এই অসম্ভব সমীকরণটা মেলানোর চেষ্টা করছেন।  

ভারতের এক ক্রিকেটপ্রেমী যেমন টুইট করেছেন, ‘পাকিস্তান ১০০০ রান করে বাংলাদেশকে যদি তাড়া না করার অনুরোধ করে এবং ম্যাচে পাকিস্তানকে যদি জয়ী ঘোষণ করা হয়। তখন কি আমরা সেমিতে যেতে পারব।’ 

আরেক ক্রিকেটপ্রেমী অবশ্য এক কাঠি সরেস। তাঁর টুইট, ‘অনেক হিসাব-নিকাশ করে পাকিস্তানকে সেমিতে তোলার যে পথ বের করলাম—আমরা টস জিতে ৩৫০ রান তোলার পর ইনিংস বিরতির সময় বাংলাদেশ দলকে টয়লেটে আটকে রাখা যেতে পারে।’

দু-একজন আবার অন্য পথও দেখছেন, ‘বাংলাদেশ দল ম্যাচটা খেলতে না এলে পাকিস্তান কি সেমিতে উঠতে পারবে? 

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে,নিউজিল্যান্ডের ৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট, নেট রানরেট +০.১৭৫। অন্যদিকে ৮ ম্যাচ খেলে পাকিস্তানের ঝুলিতে রয়েছে ৯ পয়েন্ট, নেট রানরেট -০.৭৯২! 

এমন সমীকরণে আগামীকাল শুক্রবার পাকিস্তান আগে ব্যাট করতে যদি ৩৫০ রান করে, তাহলে তাদের বাংলাদেশকে অলআউট করতে হবে ৩৯ রানে। তারা আগে ব্যাট করে ৪০০ রান করলে টাইগারদের থামাতে হবে ৮৪ রানে।

আর যদি বিশ্বকাপের রেকর্ড গড়ে ৪৫০ রান করতে সক্ষম হয় পাকিস্তান, সেক্ষেত্রে ১২৯ রানে অলআউট করলেও সেমিতে যেতে পারবে পাকিস্তান। 

এতো সমীকরণ হতো না যদি গতকাল নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড হারতো। তাহলে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই সহজেই সেমিফাইনালে চলে যেত পাকিস্তান। 

Bootstrap Image Preview