সেমিফাইনালে উঠার স্বপ্ন শেষ বাংলাদেশের। পাকিস্তানের সম্ভাবনা রয়েছে। তবে সেই পথ বড়ই কঠিন। সোজা কথায় বলতে গেলে এই দুই দলের কেউই সেমিফাইনাল খেলতে পারবে না।
আর এ কারণে দুই দলের সমর্থকরাও মাঠে বসে ম্যাচ দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ম্যাচের ৫০ শতাংশ টিকেট এখনো রয়ে গেছে অবিক্রিত।
তাই খেলা শুরুর আগে দুশ্চিন্তায় পড়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। কারণ ‘লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের এই মাঠে প্রথমবারের মতো দর্শক খরার আশঙ্কা। শেষ পর্যন্ত যদি দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলে এই ম্যাচের, তাহলে ভীষণরকম ভাবমূর্তি সংকটে পড়বে এমসিসি।
ইংল্যান্ডের জনপ্রিয় দৈনিক দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে লিখেছে, এদিন যেন গোটা মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। সে জন্য লর্ডস গ্রাউন্ডের স্বত্ত্বাধিকারী ক্লাবটির সদস্যদের অনুরোধ জানিয়েছে, মাঠে এসে যেন খেলাটা উপভোগ করেন তারা।