Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাতানো ম্যাচ খেলছেঃ রশিদ লতিফ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview


গতকাল ইংল্যান্ডের কাছে ১১৯ রানের বিরাট ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। যার প্রভাব এসে পড়েছে পাকিস্তানের উপর। কারণ ইংল্যান্ড হারলে সেমিফাইনালে উঠার পথটা সরফরাজদের জন্য অনেক সহজ হতো। কিন্তু নিউজিল্যান্ড হারাতে তাদের সেই স্বপ্নর যেন অপমৃত্যু ঘটেছে। 

এদিকে এই হার মানতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। ইতিমধ্যে টেলিভিশনের এক টকশো তে এসে বিস্ফোরক অভিযোগটি করলেন তিনি। 

উর্দু ভাষার ওই টকশোতে পাকিস্তানের এই সাবেক পাক উইকেটকিপার ব্যাটসম্যান অভিযোগ করেন, গতকাল চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে উভয় দলই ফিক্সিং করেছে। 

টকশোতে আরও উপস্থিত সাবেক দুই পাক ক্রিকেটার মহসিন খান ও শোয়েব আখতারের সামনেই এমন অভিযোগ করেন তিনি।

এমন অভিযোগের স্বপক্ষে রশিদ লতিফ যুক্তি দেখান, ‘ম্যাচে দুর্দান্ত শুরুর পরও ইংল্যান্ডের স্কোর যাতে সাড়ে তিনশ’ না পার হয় সেদিকে লক্ষ্য রেখেছিল ব্যাটসম্যানরা। সেজন্য সুযোগ থাকার পরও শেষ দিকে ইংল্যান্ড ইচ্ছে করে ধীরে ব্যাট করেছে। যাতে নেট রানরেটে নিউজিল্যান্ড সমস্যায় না পড়ে। সেই পরিকল্পনা নিয়েই ৩০৫ রানে গিয়ে থামে ইয়ন মরগানরা।’

তিনি আরও যোগ করেন, ‘চার উইকেট হারানোর নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে পর জো রুট ও আদিল রশিদকে দিয়ে বল করিয়েছে ইংল্যান্ড। যাতে করে কিউইরা কম ব্যবধানে হারে।’

তিনি বলেন, ‘কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করা হয়। অথচ পরে দেখা যায় বলটি স্ট্যাম্পের অনেক উঁচু দিয়ে যাচ্ছিল।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ............।  


 

Bootstrap Image Preview