গতকাল লর্ডসের পাশে প্র্যাকটিস কমপ্লেক্সে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বলের আঘাতে ডান হাতে কনুইয়ে ব্যাথা পান বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তখনই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেই কারণে আজ পাকিস্তানের বিপক্ষে তাঁর একাদশে থাকাটা অনেকটাই অনিশ্চিত।
শুধু মুশফিক নন, আজ একাদশে আরও একটি পরিবর্তন আসতে পারে রুবেলের জায়গায় একাদশে ফিরতে পারেন ডান-হাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।
এছাড়াও হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্রামে থাকতে পারেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
টাইগারদের সম্ভাব্য একাদশঃতামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)ও মোস্তাফিজুর রহমান।