Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার নেত্রকোনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


নেত্রকোনার কেন্দুয়ায় এবার নিজ মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল খায়ের বেলাল (৩৫) নামে এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ দিয়েছেন এলাকাবাসী।

আজ শুক্রবার সকালে উপজেলার পৌর এলাকার বাদে আঠারবাড়ি মা হাওয়া (আ.) কওমী মহিলা মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মাদ্রাসার এক শিশু ছাত্রীকে প্রধান শিক্ষক আবুল খায়ের বেলাল তার নিজ কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসে। এসব শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই শিক্ষককে আটকের পর মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে তাদের কাছে সোপর্দ করা হয়। 

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview