Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেকুয়া সরকারী হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত

পেকুয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ার ৭ ইউনিয়নের ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষ্যে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয় ১৪ কোটি ৭১ লাখ ৯ হাজার ৪৫১ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তবায়ন করছে।

কাজটির দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স কাশেম কনষ্ট্রাকশন এন্ড এ আরএম ইঞ্জিনিয়ার্স (জেভি) মালিক আবুল কাসেম জানান, এসব কাজের মধ্যে রয়েছে ৭ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৪ তলা হাসপাতাল, ২ তলা বিশিষ্ট ১ হাজার বর্গফুটের ডক্টরম কোয়াটার, তত্বাবধায়ক (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তার বাসভবন, সাব ষ্টেশন নির্মাণ, গ্যারেজ কাম ড্রাইভার কোয়াটার, গভীর নলকূপ স্থাপন, রান্নাঘর নির্মাণ, সংয়োগ সড়ক ড্রেইন ইত্যাদি নির্মাণ, পুরাতন হাসপাতাল ও আবাসিক ভবন সমুহ মেরামত সংস্কার কাজ।

কক্সবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোরর্শেদ আলম জানান, বর্তমানে কাজটি প্রায় সমাপ্তির পথে। সহসায় ঠিকাদারী প্রতিষ্টান সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে কাজটি বুঝিয়ে দিবেন। এদিকে পেকুয়া সরকারী হাসপাতালটি ২০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Bootstrap Image Preview