স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরগুনার নয়ন বন্ডের পেছনে কারা ছিল তারও তদন্ত হচ্ছে। যত বড় প্রভাবশালী থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক। এ কারণে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। পুলিশের সঙ্গে গোয়েন্দারাও কাজ করছে। অনেক আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। নয়নবন্ডকে ধরতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। তখন সে মারা যায়।’
তিনি বলেন, ‘নয়ন বন্ড মারা যাওয়ায় তাকে যারা সৃষ্টি করেছেন তারা বেঁচে গেছেন এমন ভাবা ঠিক হবে না। কেননা সংস্থাগুলো তাদের বিষয়েও তদন্ত করছে। তদন্তে যত বড়ই প্রভাবশালীর সংশ্লিষ্টতা আসুক ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘ডিআইজি মিজান এখন গ্রেপ্তার হয়েছেন। তার ও দুদক কর্মকর্তার ঘুষ লেনদেনের বিষয়ে ইতোমধ্যেই তথ্য এসেছে। তদন্ত হচ্ছে, প্রমাণ পেলে অবশ্যই মামলা হবে।