Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিদায়ের জন্য প্রস্তুত ইমরান তাহির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবেগঘন এক বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির।

নিজে বিদায় নিলেও প্রোটিয়া দলের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে বেশ আশাবাদী এ অভিজ্ঞ তারকা।

অবসরের প্রসঙ্গে প্রোটিয়া স্পিনার বলেন,‘ আমি দলের ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তিত নই। কারণ সেখানে বিপুল সংখ্যক তরুণ তারকা রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেখানে প্রচুর মেধাবী আছে। তাদের এখন শুধু অভিজ্ঞতার প্রয়োজন। এক সময় তারা একটি পর্যায়ে পৌঁছে যাবে। তখন সবাই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট উপভোগ করতে চাইবে।’
তাহির বলেন, ‘আমাদের নিয়ে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। এই বিশ্বকাপটি সম্পূর্ণ আলাদা। তবে আমি নিশ্চিত যে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সুন্দর দিন আসবে।’

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে আগামীকাল শনিবারের ম্যাচটিই হবে ৫০ ওভার ক্রিকেটে তাহিরের ক্যারিয়ারের ১০৭ তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০১১ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেক ঘটে তাঁর।  ১৭২টি ওয়ানডে উইকেট সংগ্রহকারী ৪০ বছর বয়সি এই তারকার ।

Bootstrap Image Preview