Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ১১:১২ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ১১:২৭ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের বিদায়ী ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানে হারলো বাংলাদেশ। এই হারের সাথে দ্বাদশ বিশ্বকাপে সপ্তম দল হলো টাইগাররা। 

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে  ৯ উইকেটে ৩১৫ রান করে। 

৩১৬ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। পাক বোলারদের সামনে যেন অসহায়ের মত ব্যাটিং করতে থাকে মুশফিকরা। 
ব্যাটিংয়ের যখন বেহাল অবস্থা ঠিক সেই সময় সাকিব আর লিটনের ব্যাটিংয়ে কিছুটা স্বস্তি নিয়ে আসে। সাকিবের ৫০ আর লিটনের ৩০ রান দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে।

এরপর ২৮ ওভারের মাথায় লিটন ৩২ রানে বিদায় নিলে আবারো চাপের মুখে পড়ে টাইগাররা। কিন্তু পাকিস্তানি বোলারদের সামনে জয়ের লড়াই বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না সাকিব  ৩২ ওভারের মাথায় ৬৪ রান করে তিনিও বিদায় নেন।

এরপর আর কেউ পাক বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। ৪৪ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ২২১ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোরঃ ২২১/১০

তামিম(৮), সৌম্য(২২), সাকিব(৬৪), মুশফিক(১৬), লিটন(৩২), মাহমুদউল্লাহ(২৯),মোসাদ্দেক(১৬), সাইফউদ্দিন(০),মিরাজ(৭)*, মাশরাফি(১৫), মোস্তাফিজ(১)।
উইকেট নিয়েছনঃ মোস্তাফিজ (৫), সাইফউদ্দিন(৩), মিরাজ(১)।

Bootstrap Image Preview