Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাত্রাবাড়ীতে বাসচাপায় পুলিশের এএসআই নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৯:৩৫ AM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৯:৩৫ AM

bdmorning Image Preview


রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তার নাম খায়রুল ইসলাম (৩৫)।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়কের যাত্রাবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর থানার জাগতি গ্রামে।

যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ যুগান্তরকে বলেন, দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ডেমরা ট্রাফিক জোনের টিআই গোলাম মোস্তফা যুগান্তরকে বলেন, ট্রাফিক পুলিশের এএসআই খায়রুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন।

শুক্রবার রাতে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মারা যান। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview