বেনাপোলের একটি আবাসিক হোটেল নারীসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টায় তাদের আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
আটক পুলিশ সদস্য রবিউল ইসলাম (৩২) নাভারণ হাইওয়ে পুলিশের কনস্টেবল।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় হোটেলের একটি কক্ষ থেকে নাভারণ হাইওয়ে পুলিশের কনস্টেবল রবিউল ইসলামকে নারীসহ আটক করা হয়।
বিষয়টি ঊধ্বর্তন কর্মকর্তাকে অবগত করেছেন বলে জানান নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।