Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাকরির প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, মেয়রের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ১১:১২ AM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview
সংগৃহীত


চার দিন পার হয়ে গেলেও দিনাজপুরে যৌন নির্যাতন মামলার আসামি পৌরসভার মেয়র এ.জেড.এম মেনহাজুল হকে গ্রেফতার পারেনি পুলিশ।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলছেন, মামলা দায়েরের পরই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের ব্যাপারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুরের সভাপতি ড. মারুফা বেগম ফেন্সি বলছেন, চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েটার সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করে। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। ঘটনার দিন মেয়েটাকে ভীষণ রকম মারধোর করা হয়।

পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু বলেন, দুর্বলতার সুযোগ নিয়ে মেয়র যে কাজটি করেছেন, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শান্তি চাই।

Bootstrap Image Preview