Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশ জুড়ে ভয়-আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন মাদুরো: জাতিসংঘ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


ভেনিজুয়েলায় আইনের শাসন নেই। নিরাপত্তা বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যা ও গুম-খুনের মাধ্যমে দেশজুড়ে ভয়-আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এভাবেই ক্ষমতায় টিকে রয়েছেন তিনি। সাধারণ জনগণ থেকে শুরু করে বিরোধী রাজনীতিকদের নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছেন।

যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক রিপোর্টে উঠে এসেছে ল্যাটিন আমেরিকার দেশটির এ ভয়াবহ মানবাধিকার চিত্র।

শুক্রবার প্রকাশিত ওই রিপোর্টে অর্থনৈতিক, সামাজিক, নাগরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘনের এই পরিস্থিতি থামাতে এখনই পদক্ষেপ নিতে মাদুরো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ান ও ডয়েচে ভেলের।

প্রতিবেদন তৈরির জন্য ভেনিজুয়েলার জনগণের ৫৫৮টি সাক্ষাৎকার নেয়া হয়েছে। গত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৫ হাজার ২৮৭ জন।

আর চলতি বছর এখন পর্যন্ত এ সংখ্যা ১৫৬৯ জন। প্রতিবেদনে জাতিসংঘ জানায়, পুলিশ অপরাধীদের আটক করে গুলি করে এবং ঘটনা এমনভাবে উপস্থাপন করে যেন মনে হয় আসামি পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বিস্ময়কর। জাতিসংঘ জানায়, তারা দেখেছে যে কীভাবে স্পেশাল অ্যাকশন ফোর্সেস অপরাধকে সাজায়। তারা নিজেরাই অস্ত্র রেখে দিয়ে গুলি চালায় এবং দাবি করে তাদের ওপর গুলি চালানো হয়েছিল।

এছাড়া ওই প্রতিবেদনে সামাজিক ও অর্থনৈতিক অধিকারের কথাও তুলে ধরা হয়। সরকারের বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। জাতিসংঘ জানায়, দেশটিতে খাবার ও স্বাস্থ্য অধিকারসহ সামাজিক ও অর্থনৈতিক অধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে সেটা বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। এখনও এই প্রতিবেদনের কোনো জবাব দেননি নিকোলাস মাদুরো সরকার। তবে এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছিলেন তিনি।

Bootstrap Image Preview