শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানে হেরে দেশে ফিরছেন মাশরাফি।
রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ দল।
লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা।