Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাজের সন্ধানে ঢাকায় এসে কাটা পড়ল যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ১২:১০ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইমরান হোসেন (২৫)। তিনি ঢাকার নবাবগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইমরান। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএসআই দেলোয়ার আরও জানান, নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম-ঠিকানা জানা গেছে। নিহতের পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছে। তারা জানিয়েছেন কাজের সন্ধানে ইমরান ঢাকায় গিয়েছিল।

Bootstrap Image Preview