Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড় কষ্টে সাকিবকে যে কথা বললেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব আল হাসান। নিজের সেরাটা দিয়েও সেমিফাইনাল খেলতে পারলেন না সাকিব। তাঁর এই না বলা কষ্ট ছুঁয়ে গেছে ক্যাপ্টেন মাশরাফিকেও। 

তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এখান থেকে বাড়ি যাওয়া। আমি আবার চিন্তা করব। হ্যাঁ, এটা তো দেশে থাকতেই বলেছি যে এটাই আমার শেষ বিশ্বকাপ। কোনো আক্ষেপই নেই। এই মুহূর্তে সাকিবের জন্য বেশি খারাপ লাগছে- এটাই সবচেয়ে বড় আক্ষেপ। ও সেমিফাইনালে খেলার যোগ্য। একজন এমন পারফর্ম করলে এই দল সেমিফাইনালেই খেলার কথা।

তিনি আরও বলেন, আগামী বিশ্বকাপে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বেঁচে থাকবে ইনশাআল্লাহ, সুস্থ থাকবে। তাদের যেন কোনো ইঞ্জুরি না হয়, চারজন যেন দলের সঙ্গে থাকে, বাকিরা যেন ফর্মে থেকে টুর্নামেন্টে যেতে পারে।  

বিশ্বকাপের  ৯ ম্যাচের ৮ ইনিংসে (একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ৮৬.৫৭ গড়ে সাকিবের রান ৬০৬। সেঞ্চুরি ২টি, ফিফটি ৫টি। বল হাতে ১১ উইকেট।

তাই সাকিবের প্রসঙ্গ টেনে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে মাশরাফি বলেন, শেষ দুই ম্যাচের প্রতিটিতেই সাকিব ভালো ব্যাটিং করেছে। তবে আমরা ভালো একটি জুটি গড়ে তুলতে পারিনি। আমরা খুবই দুঃখিত যে, বিশ্বকাপে প্রতিটি ম্যাচে খুব ভালো ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করা সাকিবকে যথেষ্ট সহায়তা করতে পারিনি।

Bootstrap Image Preview