Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১ দিনের ব্যাবধানে ক্যালিফোর্নিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় শুক্রবার আবারো একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের প্রভাবে রাস্তা ও ভবনে ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের কেন্দ্রটি ছিল ঘটনাস্থল থেকে থেকে ১০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে রিডগেক্রেস্ট এলাকায়। ভূমিকম্পের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শহরজুড়ে আগুন নেভাতে কাজ করছে তারা। একইসঙ্গে স্বাস্থ্যসেবা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রিডগেক্রেস্ট এলাকায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

Bootstrap Image Preview