বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের 'অসম্ভব' কিছু করে দেখাতে হতো। কিন্তু ''অসম্ভব' কিছু না হলেও ৯৪ রানের জয় পেয়েছে সরফরাজরা।
টাইগারদের বিপক্ষে এমন জয়ে খুশি হয়েছেন পাক সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সেই সাথে তিনি দাবি করেন বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে পাকিস্তান।
শোয়েব বলেন, পাকিস্তান ইচ্ছা করলে ৩৫০ রান করতে পারতো। কিন্তু দ্রুত খেলতে গিয়ে ২০০-২৫০ রানেও অলআউট হয়ে যেত পারত তারা। বাংলাদেশ সেই রান সহজেই তাড়া করতে ফেলতো। আমাদের মধ্যে কেউই এটা দেখতে চাই না, টাইগাররা পাক ক্রিকেট দলকে হারিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, অবশ্য বাংলাদেশ খুবই ভালো দল। আমরা সবাই তাদের ভালোবাসি, সমর্থন করি। এবারের বিশ্বকাপে ভালো খেলেছে তারা। বাংলাদেশের ক্রিকেটকে অতীতে ব্যাপক সমর্থন দিয়েছে পাকিস্তান। বরাবরই তা দিয়ে আসছে। সেভাবে আর অন্য কোনো দেশ হয়তো দেয়নি।