Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনলাইনে অর্ডার করা মোবাইলের বাক্স থেকে বেরিয়ে এলো পাথর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিজ্ঞানের এই যুগে অনেকেই অনলাইন শপগুলোর উপরে ভরসা রাখেন। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র থেকে শুরু করে অনেক দামি জিনিষপত্রও কেনেন অনলাইন থেকে। তেমনি একজন শখ করেছিলেন নতুন ফোন কেনার। তাই অনলাইনে দু'টি ফোনের অর্ডারও করেছিলেন তিনি। কিন্তু ফোন ডেলিভারি হতেই বাক্স খুলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। বাক্সের মধ্যে ফোনের স্থানে রাখা ছিলো মার্বেল পাথরের টুকরো।

এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের নতুন পল্লী এলাকায়। এই পল্লীর অম্লান গ্রহ নামের এক যুবক অনলাইনে ফোনের অর্ডার করেছিলেন। বেশ নামি কোম্পানির ফোন অর্ডার করেন অম্লান। ২৮ জুন দু’টি মোবাইল অর্ডার করেন তিনি। পেশায় সিমেন্ট কোম্পানির ম্যানেজার অম্লান জানিয়েছেন, গত ৩ জুন ফোন দু’টির ডেলিভারি হয়।

কিন্তু পার্সেল প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অম্লান গ্রহের। একটি ফোনের প্যাকেট খুলে তিনি দেখেন, সেখানে মোবাইলের অস্তিত্ব নেই। নেই চার্জার কিংবা হেডফোনও।

মোবাইলের জায়গায় বাক্সের মধ্যে পাওয়া যায় একটি মার্বেল পাথরের টুকরো। পরে সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।

Bootstrap Image Preview