Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলের সৈকতজুড়ে জেলিফিশের ‘আক্রমণ’, সতর্কতা জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview


জেলিফিশ তো অনেকেই দেখেছেন। কিন্তু জল ছেড়ে সমুদ্রের পারে ভেসে উঠছে লাখ লাখ জেলিফিশ- এমন কখনও শুনেছেন? শান্ত সমুদ্রের পারে সে এক অদ্ভুত দৃশ্য। সমুদ্রের বালির উপর লাখ লাখ জেলিফিশ। প্রতিটা ঢেউয়ের সঙ্গেই ভেসে আসছে আরও জেলিফিশ। বিচে ঘুরতে গিয়ে অসতর্কতার বশে জেলিফিশের আকর্ষে আহতও হচ্ছেন অনেকে।

অদ্ভুত এই ঘটনা ইজরায়েলের একাধিক সমুদ্র পার জুড়ে। গত কয়েক সপ্তাহ ধরেই এমন দৃশ্য দেখছেন স্থানীয় ও পর্যটকরা। সমুদ্রে স্নানে গিয়ে জেলিফিশের আকর্ষে আহতও হয়েছেন অনেকে। সমুদ্রের পারে যাওয়া পর্যটকদের সতর্ক করছে প্রশাসন।

প্রথমদিকে তেমন নজরে না পড়লেও পর্যটক ও স্থানীয়দের দৃষ্টি যায় স্ট্রিংসসহ বিষাক্ত জেলিফিশের মৃতদেহের উপর। তারপর গোটা সৈকত জুড়েই এই প্রাণীর মৃত দেহ ভেসে আসতে থাকে।

উল্লেখ্য, প্রতিবছরই জেলিফিসের বিষাক্ত ছোবলে বহু মানুষ মারা যায়। ফলে সৈকত জুড়ে জেলিফিসের এই মৃত্যু ঘিরে অনেক পর্যটকই ইসরায়েল ভ্রমণ বাতিল করেছেন।

Bootstrap Image Preview