দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার কে, এমন প্রশ্নে সহজেই নাম আসবে সাকিব আল হাসানের। কারণ ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান ও বল ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
কিন্তু এই পারফর্মেন্সে সাকিব নিজেই খুশি নন। বরং সেমিফাইনালে খেলার লক্ষ্যপূরণ করতে না পারায় হতাশ।
এ সময় সাকিব বলেন, 'আমরা যদি সেমিফাইনাল খেলতে পারতাম তাহলে দেশের মানুষ বা সাবেক ক্রিকেটার যারা বলেছেন তাদের কথার যথার্থ মূল্য দিতে পারতাম। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিলো তা পূরণ করতে পারলাম না। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে।'