Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইতালীর বন্দরে অভিবাসী বোঝাই নৌকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview


ইতালির উগ্র ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালভেনির নিষেধাজ্ঞা সত্ত্বেও ৪২ যাত্রী নিয়ে অভিবাসী বোঝাই একটি নৌকা নোঙর করেছে দেশটির ল্যাম্পদুসাতে বন্দরে। তবে দাতব্য সংস্থার এই নৌকাটি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) অ্যালেক্স নামে ওই নৌকাটি নোঙর করে বলে জানায় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এর আগে, গত ২৯ জুন সি-ওয়াচ ৩ নামে অন্য একটি দাতব্য জাহাজ ল্যাম্পদুসাতে নোঙর করে। জাহাজে শরণার্থীসহ ৫৩ যাত্রী ছিল। তখন পুলিশ গ্রেফতার করে ওই জাহাজের জার্মান ক্যাপ্টেন কারলোয়া রেকশেকে। রেকশের বিরুদ্ধে অনুপ্রবেশ ও পুলিশের নজরদারি নৌকা ডোবানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। যদিও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

দাতব্য সংস্থা মেডেটিরিয়ান সেভিং হিউম্যান অ্যালেক্স নৌকাটির নোঙর বিষয়ে জানায়, সমুদ্রে অস্বাস্থ্যকর অবস্থার জন্য জরুরি প্রয়োজনে অভিযাত্রী বোঝাই নৌকাটি ল্যাম্পদুসায় জরুরি নোঙরে বাধ্য হয়েছে।

ইতালির লেগা পার্টির নেতা মাতেও সালভেনি উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। গত মাসে তিনি আদেশ জারি করেন, অনুমতি ছাড়া ইতালির জলসীমায় কোনো নৌ যান প্রবেশ করলে, জাহাজের ক্যাপ্টেন, মালিক ও অপারেটরকে ৫০ হাজার ইউরো জরিমানা করা হবে। কারলোয়া রেকশেকে কোনো জরিমানা না করেই ইতালির এক বিচারক ছেড়ে দিলে মাতেও সালভেনি ক্ষুব্ধ হন।

Bootstrap Image Preview