Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তামিমসহ দেশে ফিরছেন না পাঁচ ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের লম্বা মিশন শেষে আজ দেশে ফিরবেন টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে মাশরাফিদের বহনকারী বিমান।

কিন্ত মাশরাফি ও মুশফিকরা দেশে ফিরলেও ফিরছেন না দলের পাঁচ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও আবু জায়েদ রাহী। 

জানা গিয়েছে, স্ত্রী-সন্তানকে নিয়ে ইউরোপ সফর করবেন সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজও ইংল্যান্ডে থেকে যাচ্ছেন। কারণ টুর্নামেন্টের মাঝপথে মিরাজের স্ত্রী যান বিশ্বকাপের দেশে। টানা ম্যাচের মাঝে থাকায় স্ত্রীকে সময় দেওয়া হয়নি মিরাজের। যার কারণে লম্বা টুর্নামেন্ট শেষে কিছুদিন স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াবেন তরুণ এই অলরাউন্ডার। 

তামিম ইকবাল ও সাব্বির রহমানও থেকে যাচ্ছেন ইংল্যান্ডে। এ ছাড়া বিশ্বকাপে এক ম্যাচও না খেলা আবু জায়েদ রাহীও থেকে যাচ্ছেন লন্ডনে। এই পাঁচ জন বাদে বাকিরা ফিরছেন দেশে। 

Bootstrap Image Preview