Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির বই আগুনে পুড়েনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। তবে এঘটনায় লাইব্রেরিতে থাকা বইয়ের কোনো ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্ডকার আব্দুল জলিল জানান, তিনতলা ভবনের পেছনের গেট সংলগ্ন জায়গায় বৈদ্যুতিক তার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এসময় গ্রন্থাগারের ভেতরে অনেক শিক্ষার্থী-কর্মকর্তারা ছিলেন। প্রচুর ধোঁয়া বের হতে দেখে শিক্ষার্থীরা দ্রুত বাইরে চলে আসেন। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী-কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করলে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।

সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মাহমুদা সাবিহা বলেন, ‘তিনতলার এসি রুমে বসে পড়ছিলাম হঠাৎ প্রচণ্ড ধোঁয়া দেখতে পেলে দ্রুত নীচে নেমে আসি।’

Bootstrap Image Preview