বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দফতর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে।
রবিবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টায় সচিবালয়ের ৬নং ভবনে অবস্থিত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল।
তিনি বলেন, যেহেতু সচিবালয় খুব গুরুত্বপূর্ণ স্থা তাই সেখানে আরও ইউনিট মোতায়েন ছিলো। তবে আমাদের ফায়ার সার্ভিসের দক্ষতার কারণে মাত্র ১৫ মিনিটেই আগুন নিভে যায়।