Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লুকিয়ে এক নারীর গোসলের দৃশ্য ভিডিও করছিল পুলিশ কনস্টেবল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৮:০৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


তীর্থযাত্রায় এক নারীর গোসলের দৃশ্য ভিডিও করছিল এক পুলিশ সদস্য। এমন অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। জম্মু-কাশ্মীরের অমরনাথ যাত্রায় এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, শুক্রবার অমরনাথ যাত্রার তাঁবুতে এক নারীর গোসলের দৃশ্য লুকিয়ে ভিডিও করে ওই পুলিশ সদস্য। অভিযুক্ত তারিক আহমেদ রিজার্ভ পুলিশের ১৯ নম্বর ব্যাটেলিয়ানে দায়িত্বরত বলে জানা গেছে।

এ ঘটনায় তারিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ত্রিকুটা নগর থানায়। এরপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরে অবশ্য জামিনে মুক্তি পায় সে। 

তবে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জামিন পেলেও তারিকের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি পদক্ষেপ করা হবে। একই সঙ্গে ব্যাটেলিয়ান কর্তৃপক্ষের মুখোমুখিও হতে হবে তাকে।

Bootstrap Image Preview