Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাছ ধরতে গিয়ে মুক্তিযোদ্ধা নিখোঁজ

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৮:১৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৮:১৩ PM

bdmorning Image Preview


ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে মন্তাজ আলী (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা হাওরের পানিতে নিখোঁজ রয়েছেন।

শনিবার (৬ জুলাই) বিকেলে বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

মন্তাজ আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রামের মৃত মরম আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার পানিতে মাছ শিকার করতে জাল নিয়ে একটি কাঠবডির ছোট নৌকা যোগে বাড়ি সংলগ্ন গোয়া-পাগুয়া হাওরে যান মুক্তিযোদ্ধা মন্তাজ আলী।

সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলে তিনি বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজতে হাওরে যায় তার পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে গোয়া-পাগুয়া হাওরের পানিতে মানুষ বিহীন নৌকাটি ভাসতে দেখা গেলেও মুক্তিযোদ্ধা মন্তাজ আলীকে খোঁজে পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন হাওরের পানিতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান করতে পারেনি।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

Bootstrap Image Preview