সেশনজট দূর করা, ত্রুটিপূর্ণ ফলাফলের পূণম্যূল্যায়নসহ ৫ দফা দাবিতে সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও পরে ঢাবি ভিসিকে স্মারকলিপি প্রদান করবেন ৭ কলেজের শিক্ষার্থীরা।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক আবু বকর বলেন, পাঁচ দফা দাবিতে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
পরে মিছিলটি নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র চত্বরে অবস্থান করবে। পরে সেখান থেকে আমাদের প্রতিনিধি দল ঢাবি ভিসিকে স্মারকলিপি প্রদান করবে।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। এর পর থেকেই কয়েকদফা আন্দোলনে নামতে শিক্ষার্থীদের।