Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাপার প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশীদের পুত্রবধূর হত্যার চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ১১:০২ AM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview


জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশীদ এমপির ছেলের স্ত্রী মেরিনা শোয়েব নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৭ জুলাই) সন্ধ্যার পর ধানমন্ডি ৯/এ সড়কের বাসায় এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মেরিনা স্বামীর পিস্তল দিয়ে নিজেই পেটে গুলি করেছেন। তখন বাসায় কেউ ছিল না। পরে বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। ডাক্তারের বরাত দিয়ে ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, তিনি আশঙ্কামুক্ত।

এসআই জিল্লুর রহমান বলেন, ‘গুলিতে আহত হয়ে মেরিনা হাসপাতালে রয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন।’

Bootstrap Image Preview