চলতি বিশ্বকাপের পার্ফমেন্সের উপর ভিত্তি করে ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। নতুন র্যাংকিংয়ে দু নম্বরে নেমে গেল ভারত। ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। ১২২ পয়েন্ট নিয়ে ভারত ২ নম্বরে। তিন নম্বরে নিউজিল্যান্ড আর চার নম্বরে অস্ট্রেলিয়া।
কিন্তু ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা। ৮৯১ পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট। মাত্র ৬ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রোহিত শর্মা। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন জাশপ্রীত বুমরাহ। বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় পেস ব্যাটারি। ৮১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে বুমরাহ।
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ওডিআই র্যাংকিং অলরাউন্ডারদের শীর্ষেই রয়েছেন। বিশ্বকাপে ৬০৬ রান সঙ্গে ১১টি উইকেট নেন সাকিব। ৪০৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে সাকিব।