Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেমিফাইনালে মাঠে নামার আগে বিরাটদের জন্য দুঃসংবাদ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের সেমিফাইনলে লড়াইয়ের আগে বিরাটদের জন্য দুঃসংবাদ। কারণ তারা র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান হারিয়েছে। তাদের স্থান এখন দুই নম্বরে। 

১২৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। ১২২ পয়েন্ট নিয়ে ভারত ২ নম্বরে। তিন নম্বরে নিউ জিল্যান্ড আর চার নম্বরে অস্ট্রেলিয়া।

আইসিসি-র একদিনের ক্রিকেট র‍্যাংকিংয়ে প্রথম চারে থাকা চারটি দলই বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছে। 

এছাড়াও বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা। ৮৯১ পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট। মাত্র ৬ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে রোহিত শর্মা। অন্যদিকে বোলারদের র‌্যাংকিংও শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় পেস ব্যাটারি। ৮১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে বুমরাহ। 

Bootstrap Image Preview