Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুমি আমার অধিনায়ক হয়েই থাকবেঃ বিরাট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


গতকাল রবিবার ছিলো টিম ইন্ডিয়ার সাবেক ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনির ৩৮তম জন্মদিন। জন্মদিনে গুরু ধোনিকে আবেগঘন এক বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই একের পর এক শুভেচ্ছাবার্তায় ভাসছেন মাহি। এরই মাঝে রবিবার বিকেলে সোশাল মিডিয়ায় ভেসে এল কোহলির শুভেচ্ছাবার্তা। ভারত অধিনায়কের আবেগঘন সেই বার্তা যেন মাঠ এবং মাঠের বাইরে প্রাক্তন অধিনায়কের সঙ্গে কোহলির বোঝাপড়া, বন্ধুত্বেরই প্রতিচ্ছবি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির সঙ্গে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার একটি পুরনো মুহূর্তের ছবি এদিন পোস্ট করেন কোহলি। 

ক্যাপশন হিসেবে লেখেন, ‘শুভ জন্মদিন মাহি ভাই। খুব কম মানুষ বিশ্বাস আর সম্মানের অর্থটা বোঝে। বছরের পর বছর ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব আমাকে ভীষণ আনন্দ দেয়। আমাদের কাছে তুমি বড় দাদার মত। আগেও বলেছি, সর্বদা তুমি আমার অধিনায়ক হয়েই থাকবে।’ শুধু কোহলিই নন, প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের শুভেচ্ছার বন্যায় এদিন ভেসে যান মাহি। ধোনিকে তাঁর শুভেচ্ছাবার্তায় সচিন লেখেন, ‘শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি। বছরটা খুব ভালো কাটুক। বিশ্বকাপের বাকি দু’টি ম্যাচের জন্য শুভকামনা রইল।’

Bootstrap Image Preview