Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হজ পালনের জন্য শ্রীলংকার বিপক্ষে খেলবেন না সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৪:১১ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৪:১১ PM

bdmorning Image Preview


সদ্য বিশ্বকাপ মিশন শেষে হয়েছে টাইগারদের। কিন্তু দেশে ফিরে তেমন বিশ্রাম পাচ্ছেন না মাশরাফিরা। কারোন চলতি মাসেই তাদের শ্রীলংকা সফর রয়েছে। 

কিন্তু এই সফরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। টানা খেলার মধ্যে থাকা সাকিব ছুটির আবেদন করেছেন। উক্ত সময়ে হজ পালন করতে যেতে চান তিনি।

সাকিবের ছুটির প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন,‘টানা ক্রিকেট খেলে হয়তো সাকিব ক্লান্ত। এ কারণেই সে বিশ্রামের জন্য আবেদন করেছে। আমি যতদূর জানি, ওই সময়ে ও হজ পালন করতে যাবে। তবে এই ব্যাপারে আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি।’

আগামী ২০ জুলাই লংকায় পাড়ি জমাবে টাইগাররা।  ২৬, ২৯ ও ৩১ জুলাই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে সব ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। 

Bootstrap Image Preview