ভারতের উত্তর প্রদেশে স্ত্রী শারীরিক সম্পর্ক করতে রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যার পর অনুতপ্ত হয়ে নিজের যৌনাঙ্গ কর্তন করেন আনোয়ারুল হাসান(২৪) নামে এক ব্যক্তি।
শনিবার (৬ জুলাই) সকালে উত্তর প্রদেশের গোরখপুর শহরে ঘটনাটি ঘটেছে। স্ত্রী হত্যাকারী ওই স্বামী এখন বাবা রাঘব দাশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
পুলিশের এক প্রতিবেদনে জানানো হয়, গোরখপুরের সিদ্ধার্থনগর এলাকার পোখার নামক গ্রামে আনোয়ারুল হাসান ও তার স্ত্রী বসবাস করতেন। এক বছর আগে তাদের বিয়ে হয়। তার স্ত্রীর বয়স ২০ বছর। আনোয়ার হাসান কাজ করে গুজরাটে। দুইদিন আগে ছুটিতে বাড়িতে আসে সে। কিন্তু বাড়ি আসার পর স্ত্রীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হলে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।
প্রতিবেশীরা নিহত স্ত্রী এবং রক্তাক্ত অবস্থায় পরে থাকা স্বামীকে দেখতে পেয়ে পুলিশেকে খবর দেয়। পুলিশ আসার পর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং হাসান নামের ওই হত্যাকারী স্বামীকে গ্রেফতার করে। নিহতের বাবা হাসানের নামে একটি মামলা দায়ের করেছেন।
মরদেহটি উদ্ধারের পর পুলিশ সেটি ময়নাতদন্তের জন্য পাঠায়। আর এদিকে নিজের যৌনাঙ্গ কর্তন করা হাসানকে স্থানীয় হাসপাতালে দ্রুত ভর্তি করায় পুলিশ।
অভিযুক্ত স্বামী সাংবাদিকদের বলেছেন, স্ত্রী তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে রাজি হচ্ছিল না বিধায় সে শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করে এবং পরে সে নিজের যৌনাঙ্গ কেটে ফেলে।