Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করতে চান স্পিনার রুবেল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল এখনও লড়ে যাচ্ছেন মৃত্যুর সঙ্গে। হাসপাতালে থেকেই তিনি নিয়মিত খোঁজ রেখেছেন বিশ্বকাপে জাতীয় দলের পারফর্মেন্সের। কিন্তু তার খোঁজ কেউ রাখেনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রুবেল এখন অর্থনৈতিক সংকটে ভূগছেন। জীবন বাঁচানোর জন্য নিজের ফ্ল্যাটটাও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই স্পিনার!

মূলত ক্যান্সারের চিকিৎসা বলতে পুরোটাই কেমোথেরাপি। এই চিকিৎসা গ্রহণ করতে ইতোমধ্যে খরচ হয়েছে ১ কোটি টাকা। ৫ দফায় কেমোথেরাপি প্রয়োজন এখনো, যার জন্য প্রয়োজন ৫০ লাখ থাকা। এত টাকা খরচ করার সামর্থ্য এখন আর নেই রুবেলের পরিবারের। আর তাই বিক্রি করতে চান নিজের ফ্ল্যাট বাড়িটি, জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একাউন্ট থেকে করা পোস্টে।

রুবেল তার ফেসবুক পোস্টে বলেন, ‘এখন যুদ্ধ করতে হচ্ছে কেমোথেরাপির বিরুদ্ধে। আমার চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় ১ কোটি টাকা খরচ করে ফেলেছি। ৫ দফায় কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন। আমাকে আমার ফ্ল্যাট বাড়িটি বিক্রি করতে হচ্ছে। (১৫৫০ স্কয়ার ফুট)। কেউ কিনতে আগ্রহী হলে আমাকে জানান, আর দোয়া রাখবেন অবশ্যই। শুধু আপনাদের দোয়াই আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন।

Bootstrap Image Preview