Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিরাপত্তারক্ষীরা থাকলেও আমাকে যেন ধর্ষণ করা হয়েছে: এষা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৮:৫০ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হঠাৎ করে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। টুইট করে তিনি জানিয়েছেন, একজন ব্যক্তি এমনভাবে আমার দিকে তাকিয়ে ছিল যে, আমি ধর্ষিত অনুভব করছিলাম।

তবে শুধু এই মন্তব্য করেই ক্ষান্ত থাকেননি এষা, বরং যিনি এষার দিকে কু-দৃষ্টি দিয়েছিলেন, তার নাম ও ছবিও শেয়ার করেছেন এষা।

এষা টুইটারে লিখেন, ‘খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পাশে দু’জন নিরাপত্তারক্ষী থাকলেও আমি ধর্ষিত অনুভব করছি। জানি না এদেশের মেয়েরা কবে নিরাপদ অনুভব করবে।’

তিনি আরও লিখেন, ‘ব্যক্তির নাম রোহিত ভিগ। ব্যক্তি আমাকে টাচ করেনি। এমনকী, কিছুই করেননি। তবে রোহিতে দৃষ্টিটাই এতোটা খারাপ ছিল যে অস্বস্তি লাগছিল। তার তাকানোর মধ্যে ছিল নোংরামি।’

এষার কথায়, ‘রোহিত রেস্টুরেন্টে আমার বিপরীত টেবিলেই বসে ছিল। আমার দিকে খুবই নোংরাভাবে তাকিয়ে ছিল। আমি খুব অস্বস্তিতে ছিলাম।’

তার এ টুইট নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বলিউডে। অনেকে যেমন এষার পাশে দাঁড়িয়েছেন, অন্যদিকে অনেকে বলছেন, শিরোনামে থাকতেই এষা এই টুইট করেছেন।

Bootstrap Image Preview