Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বন্দুকযুদ্ধে' রাজধানীতে মাদকবিক্রেতা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ১০:১৯ AM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর উত্তরখান থানার শহীদ নগর এলাকায় সোমবার দিবাগত রাতে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। নিহত মাদকবিক্রেতার নাম আনোয়ার হোসেন। র‍্যাবে দাবী জানিয়েছেন তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকার দক্ষিণখান এলাকায় বসবাস করতেন।

র‌্যাব জানায়, শহীদ নগর এলাকায় মাদকবিক্রেতারা অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এক সময় তারা পিছু হটতে বাধ্য হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদকবিক্রেতা আনোয়ারকে উদ্ধার করে র‌্যাব। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, একটি শর্টগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview