কক্সবাজারের চকরিয়ায় ঘরে ঢুকে নাজমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার শান্তিনগরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, নাজমা বেগমের মেয়েকে হাসান (২৫) নামের এক বখাটে যুবক বিয়ের প্রস্তাব দেয়। এটি প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটতে পারে।
পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে রিকশাচালক মো. কলিম উল্লাহর স্ত্রী নাজমা বেগম রান্নাঘরে কাজ করার সময় একদল দুর্বৃত্ত রান্নাঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই এলাকাবাসি দুর্বৃত্তদের ধাওয়া করেও কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থলেই নাজমা বেগমের মৃত্যু হয়।
তারা জানায়, কিছুদিন আগে নাজমা আক্তারের সদ্য এসএসসি পাশ করা এক মেয়েকে কক্সবাজারের মো. হাসান নামের ওই বখাটে যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল। হাসান হারবাং মুসলিম পাড়ায় মো. মোনাফ মিস্ত্রীর বাড়িতে থাকত।
মেয়ের পরিবারের লোকজন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছুদিন আগে হাসান ক্ষিপ্ত হয়ে মেয়ের পরিবারের সদস্যদের হুমকিও দিয়েছিল। সেই থেকে মেয়েটিকে একই ইউনিয়নের গোদার পাড়াস্থ দাদার বাড়িতে পাঠিয়ে দেয় তারা।
এ ঘটনাটি তারই জের ধরে ঘটতে পারে বলে এলাকাবাসি ও পুলিশের ধারণা। এ ঘটনার পরই থেকে মোনাফ মিস্ত্রীসহ পরিবারের সবাই ঘরে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।