Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে এক বছর আগেই স্টিভ রোডসেকে বাদ দিলো বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ১২:২৯ PM

bdmorning Image Preview


বিশ্বকাপে মাঝ পথেই গুজন উঠেছিলো টাইগার দলের প্রধান কোচ স্টিভ রোডসের ভবিষ্যৎ নিয়ে। অবশেষে বিশ্বকাপ মিশন শেষে রোডসের সাথে সম্পর্ক ছিন্ন করলো বিসিবি। 

বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার এক বছর আগেই তাঁর সাতে চুক্তি শেষ করলো।

এদিকে আসন্ন শ্রীলংকা সফরে টাইগারদের কোচ কে হবেন? তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে শুনা যাচ্ছে খালেদ মাহমুদ সুজন ও টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরাসিংহের কথা, যিনি বিশ্বকাপের পর শ্রীলংকার কোচিং পদ থেকে বরখাস্ত হতে পারেন।

এছাড়াও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনিল জোশি ও ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যদিও এটা একরকম অনুমিতই ছিল তারা কেউই দলের সঙ্গে ফেরেননি। শোনা যাচ্ছে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ব্যক্তিগত কারণে শ্রীলংকা  সফরে দলের সঙ্গে থাকবেন না। 

Bootstrap Image Preview