Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় যুবলীগ নেতাসহ ২৪ জুয়াড়ি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনটে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে পৌর যুবলীগের সভাপতি সোহরাব আলীসহ (৩৮) ২৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (৭ জুলাই) সন্ধ্যার পর তাদের গ্রেফতার করা হয়। পরদিন সোমবার (৮ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

গ্রেফতার অন্য জুয়াড়িরা হলেন—উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সুজন শেখ (৩৬), যুবলীগ নেতা ইউনুস আলী (৩৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মণ্ডল (৩০), ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক পশ্চিম ভরনশাহী গ্রামের হাসান খুসরু খান নুপুর (৩৫), সরকারপাড়া গ্রামের শংকর সাহা (৬০), পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল কালাম (৩৫), একই গ্রামের মশিউর রহমান মশি (৩৬), জাহাঙ্গীর আলম (৩২), বাদশা মিয়া (৫০), আজাদ মণ্ডল (৩২); বেলকুচি গ্রামের আবু ওয়ারেস (৩৮), মন্টু সরকার (৪০); চরপাড়া গ্রামের নাদু সেখ (৩৫), সদরপাড়া গ্রামের দুদু প্রামাণিক (৪০), আব্দুর রাজ্জাক (৩৫); চালাপাড়া গ্রামের আমির হোসেন (৫০), পিয়ার আলী (৪৮), আব্দুর রাজ্জাক (৪২); অফিসারপাড়ার রমজান আলী (৪০), জিঞ্জিরতলা গ্রামের মিজান সেখ (৩৬), সাঘাটিয়া গ্রামের হারান আলী (৪৫), চৌবাড়িয়া গ্রামের সাদেক আলী (৩৪) ও পূর্বভরনশাহী গ্রামের ইসমাইল হোসেন (৪৫)।

বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, একটি চক্র এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠসংলগ্ন একটি ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পর ওই আসরে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ২০ হাজার টাকা পাওয়া গেছে। সোমবার ডিবির এসআই সোহেল রানা তাদের বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview