Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 কোন ভাবেই ক্ষমা চাইবেন না সরফরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview


৯ ম্যাচে পাকিস্তানের জয় ৫টি, পয়েন্ট ১১। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

সেমিফাইনালে উঠার জন্য নিজেদের  আপ্রাণ চেষ্টা করেছেন সরফরাজরা। কিন্তু ভাগ্য সহায় না থাকায়   আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন সরফরাজরা।তবু ক্ষোভ কমেনি পাকিস্তানি সমর্থকদের একাংশের। তবে শেষ চারে উঠতে না পারার জন্য তাদের কাছে ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।

পাকপ্যাশনকে তিনি বলেন, কারও কাছে ক্ষমা চাওয়ার কোনো কারণ দেখছি না। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা ২ বা ৪ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারতাম না, আমাদের পয়েন্ট ছিল ১১। সেকেন্ড ফাইনালে খেলতে না পারাটা দুর্ভাগ্য, ওকে! টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারিনি। সেটি আমরা মানি, স্বীকারও করি। তবে সার্বিকভাবে আমাদের পারফরম্যান্স খারাপ ছিল না। শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা। অথচ কিছু লোকজন এ নিয়ে বেশি বাড়াবাড়ি করছে।

Bootstrap Image Preview