চলতি ইংল্যান্ড বিশ্বকাপের শুরুটা ভালো করলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। চরম ব্যর্থতায় দেশে ফিরছেন মাশরাফিরা।টাইগারদের এই ব্যর্থতার ফলে দলের প্রধান কোচ স্টিভ রোডসকে ছাঁটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার এক বছর আগেই তাঁর সাতে চুক্তি শেষ করলো।
শুধু স্টিভ রোডস নয়, সেই সাথে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনিল জোশি ও ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
তবে কোচ হিসেবে আগে দায়িত্ব পালন করেছে এমন কাউকে চাইছে না বিসিবি এমনটা জানান বিসিবির পরিচালক জালাল ইউনুস। সাকিব-মুশফিকদের জন্য নতুন কোচ খুজছে ক্রিকেট বোর্ড।চলতি মাসের শেষে বোর্ড সভায় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
এদিকে আসন্ন শ্রীলংকা সফরে টাইগার দলের প্রধান কোচ কে হবেন তা নিয়ে উঠছে প্রশ্ন? তবে শুনা যাচ্ছে খালেদ মাহমুদ সুজন ও টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরাসিংহের কথা, যিনি বিশ্বকাপের পর শ্রীলংকার কোচিং পদ থেকে বরখাস্ত হতে পারেন।